প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ সালের চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ফুটবল দল। শুক্রবার মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ঢাকা রেঞ্জ পুলিশ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ফুটবল দল ৩-০ গোলে গাজীপুর জেলা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ ফুটবল দলের অধিনায়কত্ব সহ খেলায় অংশগ্রহন করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশীদ বিপিএম(বার), পিপিএম(বার)। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি সহ পুরষ্কার বিতরণ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম ।