এ বছর ঢাকা মহানগরীর বিভিন্ন মঠ ও মন্দিরে ২৩১টি পূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আজ শনিবার ঢাকা মহানগরের সকল মঠ, মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এ কথা জানানো হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, কাজল দেবনাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধরণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া পুলিশ প্রশাসনের বিশেষ প্রতিনিধি ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার অতিরিক্ত কমিশনার মো: মিজানুর রহমান, রেজাউল আলম ও কৃষ্ণপদ রায় আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে পুলিশ প্রশাসনের গৃহীত ব্যবস্থার উপর আলোকপাত করেন।
বৈঠকে পূজা মণ্ডপে নারী ও পুরুষের পৃথক আগমন এবং নির্গমন পথ রাখা, প্রতিটি পূজা মন্ডপে পরিচয় কার্ডধারী কমপক্ষে ১০ জন ব্যাজ পরিহিত নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে ২৪ ঘণ্টা তদারকি/পাহারার ব্যবস্থা, কোনরূপ আতসবাজি ও পটকা না ফোটানো, মন্দিরের গেইট এ লাগেজ (ব্যাগ) না রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১০ টার মধ্যে বিসর্জন সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।