আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে করটিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, গাড়ির চাপ বেড়ে যাওয়ায় রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কের পুংলি, এলেঙ্গা ও রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে যাওয়ায় বাড়তি ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

অন্যদিকে, সড়কে খানাখন্দ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় এ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা এবং টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে রয়েছে যানবাহনের তীব্র চাপ।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সাইনবোর্ড, সানারপাড়া, শিমরাইল মোড়, কাঁচপুরসহ আশপাশের এলাকায় যানবাহন ধীরগতিতে চললেও কোথায় যানজটের দেখা মেলেনি। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্পন্সরেড আর্টিকেলঃ