আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকায় বিএনপির সভায় আঙ্গুর

সংবাদচর্চা রিপোর্ট:

গেল সংসদ নির্বাচনেও দলে ডাক পাননি। এবার নির্বাচনের আগে দলের মিটিংয়ে তাকে কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা যাচ্ছে। বলছি নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির সাবেক ৩ বারের এমপি আতাউর রহমান খাঁন আঙ্গুরের কথা। তার জনপ্রিয়তায়ও আছে । যুবদলের কর্মীরা তাকে সাপোর্ট করতে শুরু করেছে।

আগামী ১১ জানুয়ারি বিএনপির অবস্থান ধর্মঘট। সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল ঢাকায় প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন বিএনপি নেতারা। এসময় সাবেক এমপি আলহাজ্ব আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।