আজ মঙ্গলবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেমরায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

ডেমরায় পুলিশের

ডেমরায় পুলিশের

ডেমরা প্রতিনিধি: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজধানীর ডেমরায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। ৩০ জুন(শনিবার) সকাল ১১টায় ডেমরা থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ফরিদ উদ্দিন(উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগ)

ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান সাজ্জাদের সাহেবের সভাপতিত্বে সভায় অারো উপস্থিত ছিলেন শাহ ইফতেখার অাহমেদ(অতি.উপ-পুলিশ কমিশনার,প্রশাসন এন্ড ডেমরা জোন), জনাব ইফতেখায়রুল ইসলাম(পিপিএম সিনি.সহকারী পুলিশ কমিশনার,ডেমরা জোন), ডেমরা থানার অাওয়ামী লীগের সভাপতি এ্যাড রফিকুল ইসলাম মাসুদ ও সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা,যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ অালী, ডেমরা প্রেসক্লাবের সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধরী ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু, কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মোহাম্মদ অালী ও সভাপতি অামানউল্লা বেপারী।অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডেমরা থানার উদ্যাগে অায়োজিত মুক্ত আলোচনায় সাধারন মানুষ নগরীর অাইনশৃঙ্খলা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কর্তৃপক্ষ সেগুলো লিপিবদ্ধ করে সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমান(সাজ্জাদ)।

উপ-পুলিশ কমিশনার মোঃ ফরিদ উদ্দিন তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই।” মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে।মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে।”

স্পন্সরেড আর্টিকেলঃ