আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেবিডের কবর জেয়ারত করেন মহানগর যুবদল

নিজস্ব প্রতিবেদক :    না.গন্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মমিনউল্লাহ ডেবিডের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জেয়ারত ও পূস্পার্ঘ অর্পন করেন না.গন্জ মহানগর যুবদল।
…….মমিনউল্লাহ ডেবিডকে স্বরন করে উপস্থিত নেতাকর্মীদের নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,দলের নাম ভাংগিয়ে টাকা কামাই করা এমপি-মন্ত্রীরাই মমিনউল্লাহ ডেবিডের অকাল মৃত্যুও কারণ। ডেবিড শহীদ জিয়ার একজন আদর্শেও সৈনিক। ডেবিডকে বর্তমানে খুব প্রয়োজন ছিল। তাকে অকালে হারানো খেসারত এখন দলকে দিতে হচ্ছে।যুব রাজনীতিতে মমিনউল্লাহ ডেবিডের যে ইমেজ ছিল তা এমপি মন্ত্রীরা দলের কাজে না লাগিয়ে, ডেবিডকে তারা ব্যাবহার করেছে তাদের ব্যাক্তিগত মুনাফার কাজে।এরফলেই নিজের দল রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও ডেবিডকে নিজের জীবন দিতে হয়েছে।খোরশেদ বলেন,যতদিন বেচে থাকি মমিনউল্লাহ ডেবিড ভাইকে স্বরণ রাখবো।..