নবকুমার:
ডেঙ্গু প্রতিরোধে তারাব পৌরবাসীকে সচেতন হবার আহবান জানিয়েছেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। বৃহষ্পতিবার ( ১০ শ্রাবন, ২৫ জুলাই) তারাব পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
হাছিনা গাজী বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যা প্রত্যেক ধর্মে বলা আছে। আমাদের চার পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখব। কোথাও পানি জমা রাখব না । সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হবে। গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ডেঙ্গু নিয়ে ভয় নয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে কোন মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করব।
তিনি বলেন, সরকার মশক নিধনে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। বিভিন্ন প্রকার ওষুধ বিতরণ করছে। বঙ্গবন্ধুর কন্যা মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে।
এছাড়া মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। র্যালীতে নেতৃত্ব দেন হাছিনা গাজী। এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার কাউন্সিলর আমির হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার সহ অনেকে।