আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল

সংবাদচর্চা রিপোর্ট
ফতুল্লা আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ৪র্থ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পগলা আলীগঞ্জ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ কারী দলগুলো হলো জাকির ফুটবল একাডেমি ও উত্তর পাগলা ইয়ুথ ক্লাব।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রম উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কে ইউ আকসির,এ জেড এম ইসমাইল বাবুল, আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মফিদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধো কমান্ডার জহির উদ্দিন জজ প্রমুখ।