নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী শফিকুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে স্মারক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক রাব্বী মিয়া ও পুলিশ সুপারের নিকট স্মারক লিপি প্রদান করে।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী শফিকুল ইসলাম একজন ন¤্র, ভদ্র ও নরম মনের মানুষ। গত ২০ জুন রাত ১২ টায় শিবিরের বলে মিথ্যা মামলা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়। অথচ তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানার সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। এমনকি দীর্ঘ ১২ বছর ফতুল্লা থানার সাধারণ সম্পাদকও ছিলেন। তাহলে কিভাবে তিনি শিবিরের সাধারণ সম্পাদক হন তা আমাদের বোধগম্য নয়। জামায়াত শিবিরের আদর্শগত সমস্যা থাকার কারনে চরমোনাইয়ের পীর সাহেব সর্বদা তাদের বিরুদ্ধে কথা বলেন।
স্মারক লিপিতে আরো উল্লেখ করা হয়, আমাদের প্রার্থী শফিকুল ইসলামকে ষড়যন্ত্রমূলকভাবে শিবিরের সাধারণ সম্পাদক বলে গ্রেফতার করা হয়। আমরা কোন বিশৃঙ্খলা ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত নই। এমতাবস্থায় আমাদের পিছু টেনে ধরতে একদল স্বার্থান্বেসী হিংসাত্মকভাবে এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে আমাদের ধারনা। তাই আমরা আমাদের প্রার্থী শফিকুল ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবী জানাচ্ছি। অন্যথায় উদ্ভুত সকল পরিস্থিতর জন্য দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী, মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মোঃ ফারুক হোসেন মুন্সি, শাহআলম কাঁচপুরি, মোঃ জুবায়ের হোসেন, মোঃ আমান উল্লাহ, মোঃ শাহজাহান বেপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।