বন্দর প্রতিনিধি:
ডিবি পুলিশ পরিচয় দিয়ে আরমান আহাম্মেদ বাবুল (৩৩) নামে এক ঝুট ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার ১৪ই মার্চ সকাল সাড়ে ৭টায় বন্দর থানার উত্তর লক্ষন খোলা এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত ঝুট ব্যবসায়ী আরমান আহাম্মেদ বাবুল বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার ফয়েজ আহাম্মদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে অপহৃত ঝুট ব্যবসায়ী ছোট ভাই তারেক রহমান বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তারেক রহমান জানান, আমার বড় ভাই আরমান আহাম্মেদ বাবুল মিয়া দীর্ঘ দিন ধরে ঝুট ব্যবসা করে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে অজ্ঞাত নামা ৭/৮ জন লোক ঢাকা মেট্রো চ ৫৩-৬১১৭ নাম্বারের একটি গাড়ী নিয়ে বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায় আসে। পরে অজ্ঞাত নামা লোকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার পিতার সামনে থেকে আমার বড় ভাইকে তুলে নিয়ে যায়।
পরে আমি ডিবি অফিসে যোগাযোগ করলে তারা আমাকে জানায় এই নামে কেউ এখানে নেই। এবং আমার বড় ভাইয়ের ব্যবহারকৃত ০১৯২১৯৮৫৩৪৮ নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে আমি বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি আরো জানান, আমার বড় ভাইয়ের কোন হদিস না পাওয়া আমাদের পরিবার চরম উৎকন্ঠা মধ্যে রয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে জুট ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযোগটি নিবিড়ভাবে তদন্ত করে দেখছি।