আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিবির অভিযানে বেপারীপাড়া থেকে পিস্তলসহ আলম আটক

সংবাদচর্চা রিপোর্ট:

পিস্তল ও ১ রাউন্ড গুলি লোড করা অবস্থায় মো. আলম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। সোমবর নগরির বেপারীপাড়া এলাকা থেকে আলমকে আটক করে ডিবি পুলিশ। আটক মো. আলম গোগনগর এলাকার কবির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মনির মিয়ার ছেলে।

ডিবি পুলিশের একটি সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. হারুন অর রশীদের তত্ত্বাবধায়নে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ও মাহফুজুল হাসান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন বেপারীপাড়া সংলগ্ন মেজরের গলির আলম এমব্রয়ডারী কারখানার সামনে পাকা থেকে মো. আলম (৪০) কে একটি সক্রিয় পিস্তল সহ হাতেনাতে আটক করে। আলমকে আটকের পরপরই তার অপর সহযোগী রনি (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়া যায়।

এই ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার একজন উর্দ্ধতন কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ