নিজস্ব প্রতিবেদক সিদ্ধিরগঞ্জে ডিএনডি এলাকার জলাবদ্ধতায় দুর্গত মানুষের কষ্টের সীমা নেই। ডিএনডি খালের পঁচা দুর্গন্ধময় পানিতে আবদ্ধ মানুষের দুর্ভোগ চরমে। দুর্গত মানুষের কষ্টে ব্যথিত নারায়ণগঞ্জ এর গণমানুষের নেতা এমপি আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান। তিনি দুর্গত মানুষের পক্ষে রাতদিন কাজ করে যাচ্ছেন। গতকাল ডিএনডি এলাকায় ১নং ওয়ার্ডে পানিবন্দি দুঃস্থ্যদের মাঝে জননেতা এ.কে.এম শামীম ওসমানের পক্ষে চিড়া, মুড়ি, রুটি, বিস্কুট বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি শিব্বির আহম্মেদ। এসময় পাশে ছিলেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন, ইস্কান্দার, সোহেল, ফিরোজ, মহিলালীগ নেতৃ রাণী বেগম, সেলিনা বেগম প্রমুখ। স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহম্মেদ জানান, ডিএনডি পানিবন্দি মানুষের পাশে ওসমান পরিবার রয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান ডিএনডি বাসীকে স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করেছেন। একনেকের সভায় মাননীয় প্রধানমন্ত্রী ডিএনডির জলাবদ্ধতা নিরসন কল্পে ৫৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আসছে অক্টোবর মাসের মধ্যেই এমপি শামীম ওসমানের নেতৃত্বে ডিএনডির পানিবন্দি মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে, আশা করা যাচ্ছে। ১৯৯৬ সালে শামীম ওসমান এমপি থাকাকালে রাজউকের কবল হতে ডিএনডি বাসীর জমি রক্ষা করতে ঝাপিয়ে পরেছিলেন। তখন শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এর ব্যাপক উন্নয়ন করেছিলেন।