আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কল্যাণী ও চিকিৎসক সমিতির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ডা. বিমল ভদ্রের স্মরণ সভা অনুষ্ঠিত

 ডা. বিমল ভদ্রের

নিজস্ব প্রতিবেদক:

গতকাল কল্যাণী সেবা সংস্থা, নারায়ণগঞ্জ চিকিৎসক সমিতি ও বাংলাদেশ ডি,এইচ,এম এস চিকিৎসক সমিতির যৌথ আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কল্যাণীর সাবেক সহ-সভাপতি ও চিকিৎসক সমিতির সাবেক সভাপতি ডা. বিমল ভদ্রের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা স্থানীয় স্বপ্নডানা স্কুলে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বেগম মনোয়ারা সুরুজ, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজ সেবা, সমন্বয় কমিটির সভাপতি মোঃ সামসুজ্জামান ভাষানী চিকিৎসক সমিতির উপদেষ্টা ডা. মনীন্দ্র চন্দ্র দাস, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশন সভাপতি মন্ডলী সদস্য উত্তম কুমার সাহা ও বাংলাদেশ এনজিও,স নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাস। কল্যাণীর চেয়ারম্যান ডা. টি.আই.এম নুরুন্নবী এর সভাপতিত্বে এবং কল্যাণীর নির্বাহী পরিচালক ও চিকিৎসক সমিতির সভাপতি ডা. জি.এম জাব্বার চিশ্তীর সঞ্চালনে ডা. বিমল ভদ্রের তার জীবনী নিয়ে ও সাংগঠনিক বিষয়ে আলোচনায় অংশ নেয় চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোঃ আখলাকুজ্জামান ইয়ামীম, কল্যাণীর পরিচালক সাংবাদিক মোক্তার হোসেন কবি ও সাংবাদিক আব্দুল লতিফ রানা ও সায়েমা আক্তার লাকী। চিকিৎসক সমিতির সহ-সভাপতি ডা. আর.এন ভট্টচার্য সহ-সম্পাদক ডা. পারভীন আখতার ও ডা. নূর জাহান নীরা, সাংগঠনিক সম্পাদক, ডা. তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক ডা. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ডা. জ্যোৎস্না আক্তার, দপ্তর সম্পাদক ডা. সাহিদা সুলতানা লিপি, ডা. রায়হান মাহমুদ পাটুয়ারী, ডা. রোকেয়া বেগম, ডা. শিখা রানী দাস, ডা. খোরশেদ আলম খান, ডা. মোঃ জামাল, ডা. সবিতা রানী, ডা. কারিমুন নেছা, ডা. জেসমিন সুলতানা, ডা. নিলিমা রানী সরকার, সংগঠক জাহানারা বেগম ও কাজল, মোঃ মোস্তাক আহমেদ, মুক্তা ভদ্র, সুমী দাস, অমিত ভদ্র, কবি লুবনা আক্তার, জান্নাতুল ফেরদৌস নাফিসা, নার্গিস নাহার ও রোকসানা আক্তার সূচনা প্রমুখ।