আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে ২টি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি দবিরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলায় দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। ৩ কোটি টাকা ব্যয়ে রাণীশংকৈল উপজেলার কাশিপুর বটতলা উচ্চ বিদ্যালয় ৩ কোটি টাকা ব্যায় বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধনের সময় এমপি দবিরুল ইসলাম বলেন, জনগণেল ভালবাসায় ৭ বার এমপি হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এলাকার উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছেন সব সময়। নির্বাচনী এলাকায় ইতিমধ্যে দুটি সরকারী কলেজ ,দুটি সরকারি উচ্চ বিদ্যালয়, একটি কারীগরী সরকারি বিদ্যালয়সহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়াও এলাকায় শতভাগ বিদ্যুতায়নের পাশাপাশি রাস্তার পার্শ্বে স্থাপন করা হয়েছে স্টিট লাইট (সোলার বাতি)। যা রাত্রিবেলা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। ভিত্তি প্রস্তর স্থাপনে দুটো অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দীন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কাশিপুর বটতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মাজাহারুল ইসলাম সুজন, রাণীশংকৈল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা আব্দুর রহমান ,উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোখলেসুর রহমান চৌধুরীসহ দুটি বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, দুটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।