আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আটক ১

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সুমন (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এসময় মাসুদ(২০) নামের আরেক যুবককে আটক করেন তারা। ২২ এপ্রিল

সোমবার ভোরে হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী।

নিহত যুবকের নাম সুমন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে ও আটকৃত মাসুদ রানা ডাঙ্গীপাড়া গ্রামের এনাদুলের ছেলে।

বিজিবি জানায়, ভোর ৪টার দিকে কয়েকজন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এসময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নিহত হন। এসময় মাসুদকে আটক করেন বিএসএফ।

বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা নিশ্চত করে বাংলার আলো প্রতিনিধিকে জানান, বিএসএফের এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ও পতাকা বৈঠকের আহবান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। সম্ভবত দুপুর ১২ টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ