আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে হামলায় নিহত ১, আটক ২

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় জমি নিয়ে বিরোধের জের ধলে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। ২৭ মার্চ বুধবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ২ জনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রহিমানপুর ইউনিয়নের কালিতলা ফকদনপুর গ্রামে বসতভিটার জমি সংক্রান্ত জেরে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে মুক্তাদুর রহমান ও পারুল বেগমের। ২৭ মার্চ বুধবার সকালে পারুল বেগম ওই জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে বাধা দেয় মুক্তাদুর। এসময় পারুল বেগমের লোকজন এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মুক্তাদুর রহমানের উপড় হামলা চালায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জ রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পারুলসহ ২ জনকে আটক করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ