ঠাকুরগাঁ প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কিশমত চামেশ্বরী গ্রামে আগুনে পুড়ে ১২টি পরিবার বাড়ী-ঘর ভূস্মিভুত হওয়ার ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে ০২ ডিসেম্বর (রবিবার) আনুমানিক ৫.৩০ মিনিটে।
জানা যায়, কিশমত চামেশ্বরী গ্রামের নাজিরের রান্না ঘর হতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশে-পাশের ঘরে ছড়িয়ে পড়লে ধানের পোয়াল, হাঁসমুরগী, অাসবাবপত্র সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
পরে গ্রামবাসী এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিভিয়ে ফেলে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, মোতালেব হোসেন (প্রায় তিন লক্ষাধিক টাকা) পিতা-শমসের অালী, শমসের ও হাকিমউদ্দীন উভয়ের পিতা মৃত মাবুদ বকস, তকবুল ও নাজির উভয়ের পিতা হাকিমউদ্দীন , অাছিয়া, মোস্তফা, মকলেছুর, হামিদুল, ইসমাইল ও সেরাজুল।
এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ পারিবারগুলোর সুত্রে জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও সদর থানার এসআই পিযুশ কুমার।