আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ের নদী খননে ব্যাপক অনিয়ম

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে লাচ্ছী নদী খননে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারী কাজে তদারকির করার জন্য নেই প্রকৌশলী। খেয়াল খুশি ভাবে চলছে নদী খননের কাজ। জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পিউবি) ও জেলার অর্ভ্যন্তর মধ্যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে প্রথম পর্যায়ে এ প্রকল্পের আওতায় নদী পূর্ণ খননের কাজ চলছে। ঠাকুরগাঁও জেলার ঠিকাদারী প্রতিষ্ঠান শামসুর রহমান, জামান হোসেন জেবি, নর্থ সার্কুলার রোড ঠিকাদার ৩ কোটি ১২ লক্ষ ৭৯ হাজার টাকা চুক্তিমূল্যে কাজ পেয়ে থাকেন। গত ২৬/১২/২০১৮ইং খ্রিঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম এ প্রকল্পের কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এ খনন কাজ শুরু হয়। পীরগঞ্জ উপজেলার সাগুনী রাবার ড্যাম টাঙ্গন নদীর উত্তর জিরো পয়েন্ট থেকে উত্তরে ভোমরাদহ ইউনিয়ন কুশারিগাঁও সুইজ গেট পর্যন্ত ১২ কিলোমিটার লাচ্ছী নদীর খনন করার কথা রয়েছে। এ খনন কাজে নদীর প্রস্থত ২৫ ফিট এবং গভীর সর্বনিম্ন ১ফিট ও ২.৫ ফিট পর্যন্ত গভীরতার কাজ করার কথা থাকলেও ঠিকাদার তার লোকজন কে দিয়ে কাজের ইস্টিমেট অনুযায়ী কাজ করছে না। সরেজমিনে গিয়ে দেখা যায় পীরগঞ্জ সরকারি কলেজের মূল সড়ক লাচ্ছি নদীর ব্রিজের সংলগ্ন উত্তর ও দক্ষিণে যে ভাবে খননের কাজ চলছে এ যেন মানুষ চলাচলের রাস্তা পরিষ্কার করণের কাজ করা হচ্ছে। নদী ধারের এক দিকের বালি নদীর খালে সমান তরাল করছে। কোথাও ১৫ বা ১৮ ফিটের প্রস্থতেরর কাজ করছে ঠিকাদরীর লোকজন। কিন্তু ঠাকুরগাঁওয়ের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম নদী খননের কাজে তদারকি করছেন না। পীরগঞ্জ পৌর শাখা বাপাউবো এসও সানু আহম্মেদ কাজের তদারকি করেন না। নদী এলাকার জমির মালিকগণ তসিকুল, রফিকুল, জামান, রাজা, ফাইজুল জানায়, কর্মকর্তারা এখানে আসেন না। তাদের নিয়োজিত কর্মচারী কাজ করেন দায় সারা ভাবে। কাজের মান জানতে চাওয়া হলে তারা তেরে জান। পীরগঞ্জ বাপাউবো এর কার্য সহকারী হাসান আলী। কাজের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক কথা বলতে রাজি হননি। পীরগঞ্জ বাপাউবো হাসান আলী জানায়, কাজ ভাল মন্দ ইঞ্জিনিয়ার জানেন। আমাকে দায়িত্ব দিয়েছে কাজ চলছে কি না। ঠিকাদারী প্রতিষ্ঠাতা শামসুর রহমান, জামান হোসেন জেভির মুঠো ফোনে জানতে চাওয়া হলে ফোন রিসিভ করেন নি।