আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অধিনায়ক প্রত্যাহার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল তুহিন মো. মাসুদকে বদলি করা হয়েছে। ১ মার্চ শুক্রবার দুপুরে বদলির সত্যতা স্বীকার করেছেন তিনি।

লেঃ কর্নেল তুহিন মো. মাসুদ জানান, তাকে নওগাঁ ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর এলাকায় গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবির গুলিতে ৩ গ্রামবাসী নিহত ও গুলিবিদ্ধ হয় আরও ১৫ জন। এ ঘটনায় নিহতের পরিবার বিজিবির অধিনায়কসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে ৩টি মামলা দায়ের করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তুহিন মো. মাসুদকে বদলি করা হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

এ বিষয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম  বলেন, কাউকে প্রত্যাহার বা বদলির বিষয়টি বাহিনীর অভ্যন্তরীণ। এ ব্যাপারে গণমাধ্যমের কাছে কিছু বলার নেই।