আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রনে দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে পুলিশ

ট্রাফিক নিয়ন্ত্রনে দ্বিতীয় দিনে

ট্রাফিক নিয়ন্ত্রনে দ্বিতীয় দিনে

 

নিজস্ব প্রতিবেদক:
ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। দ্বিতীয় দিনের মত শহরে চলাচলরত প্রতিটি গাড়ির কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুসাঙ্গিক বিভিন্ন কাগজপত্র চেকিং চলছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সাথে সাথে মামলা দিয়ে দেয়া হচ্ছে। ইতিমধ্যে গত দুই দিনে পুলিশের এই অভিযানে প্রায় শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার (৫ আগস্ট) সকাল থেকে এই কর্মসূচি শুরু করেছে সদর থানা পুলিশ সদস্যরা, চলবে রাত ৮টা পর্যন্ত। এর আগে শনিবার বিকাল ৪টা থেকে এ কার্যক্রম শুরু করে পুলিশ।
এবার কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়ে সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। এই অভিযান অব্যাহত থাকবে।
শনিবার বিকেল রবিবার পর্যন্ত থেকে দেখা যায়, চাষাড়ার বঙ্গবন্ধু সড়কে ৮-১০ জন পুলিশ সদস্য ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এ সময় রাস্তায় চলমান সকল যানবাহন শৃঙ্খলার সাথে চলাচল করছে। কোন অনিয়ম দেখা যায়নি। অন্যদিকে চলছে, লাইসেন্স, ফিটনেস ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র চেকিং। কাগজপত্র না পাওয়া গেলে সাথে সাথে মামলা দিয়ে দেয়া হচ্ছে।
দায়িত্বরত পুলিশ সদস্যরা সাংবাদিকদেরকে জানান, ‘পুলিশ বাহিনীর উপর মহলের নির্দেশে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ পুলিশ। কোন অনিয়ম মেনে নেয়া হবে না। রাস্তা দিয়ে চলাচল করতে হলে মটরযান আইনের সকল বিষয় মেনে তারপর রাস্তায় নামতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরী করবে না পুলিশ।’
তারা আরও জানান, ‘কাউকে কোন ছাড় দেয়া হবে না। উপর মহলের তদবিরেও এবার কাজ হবে না।’