আলোচিত টেনু গাজীর ৪ সহযোগী কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০ শ্রাবণ. ৪ আগস্ট) বিকালে ফতুলার পাগলা বাজার পপুলার স্টুডিও এর ভিতরে যৌথভাবে র্যাব পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহেল পিতা হাবিব তালুকদার, আকাশ পিতা আলমাস ড্রাইভার, সহ ৪ জন। তাদের কাছ থেকে বিপুল পরিমান চাপাতি, রামদা,চাকু,চাইনিচ কুরাল সহ দেশি-বিদেশি এক বস্তুা অস্ত্র উদ্ধার করে র্যাব। বিস্তারিত আসছে..