আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেক্সটাইল সেক্টরের ভবিষ্যত উজ্জল : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, একুশে শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দক্ষ মানব সম্পাদ গড়ে তুলতে হবে। দিন যত যাচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্ব হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেক্সটাইল খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ খাতের ভবিষ্যত উজ্জল হচ্ছে। মানুষের বস্ত্রের চাহিদা বাড়ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানিকারকদের বিশেষ সুবিধা দিচ্ছেন। তৈরী পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে আছে। দেশে বহু শিল্পপ্রতিষ্ঠান হচ্ছে। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাচেছ।

বৃহষ্পতিবার ( ৫ সেপ্টেম্বর) রাজধানীতে  চ্যালেঞ্জের মুখে টেক্সটাইল কারখানা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এছাড়া সভা আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেছেন গোলাম দস্তগীর গাজী। পরে তাকে আয়োজক কমিটির পক্ষ থেকে পাটের তৈরী বিভিন্ন জিনিসপত্র উপহার দেয়া হয়।