নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া সংগঠক তানভীর আহম্মেদ টিটু ও কাউন্সিলর নাজমুল আলম সজলকে নিয়ে ষড়যন্ত্র বন্ধে ৭ এপ্রিল জেলা প্রশাসক কে স্মারকলিপি দেবে ব্যবসায়ীদের সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। তাদের দেয়া চব্বিশ ঘন্টার আল্টিমেটাম কর্মসূচি থেকে সরে এসেছে সংগঠনটি।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে শহরের চাঁদমারীতে অবিস্থত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ কথা জানান সংগঠনটির সভাপতি খালেদ হায়দার খান কাজল।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর চানমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আসন্ন রমজান উপলক্ষে দোকান মালিক ও পরিবহন শ্রমিক মালিকদের সঙ্গে আয়োজিত সভায় ক্রীড়া সংগঠক তানভীর আহম্মেদ টিটু ও কাউন্সিলর নাজমুল আলম সজলকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা না হলে বাস, ট্রাক, দোকানপাট বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেয় ব্যবসায়ীরা।