আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টিকে থাকতে গবেষণা বাড়াতে হবে : মন্ত্রী গাজী

নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান চর্চা এবং গবেষণা বাড়াতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি হবে বড় হাতিয়ার। আমাদের শিক্ষার মান আরো বাড়াতে হবে।
গতকাল রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন,ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টার কর্তৃক আয়োজিত উদ্ভাবক ও উদ্যোক্তাদের গল্প ” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার। বঙ্গবন্ধুর কন্যা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটছে।

মন্ত্রী তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, যাদের পুজি নেই তাদের চাকরি করে পুজি বানাতে হবে। তার পরে শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোগ নিতে হবে।কোন কাজ কে ছোট মনে করা যাবে না। যাদের বাবার অর্থ সম্পদ আছে তাদের বিভিন্ন ব্যবসার উদ্যোগ নিতে হবে।
তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই তা পূরণ হবে।
এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার নিহাত কবির,ওসামা তাসির,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক সাদেকা হালিম,খন্দকার বজলুল হক, মো: রাশেদুর রহমান সহ অনেকে।
এছাড়া অনুষ্ঠান থেকে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ