আজ রবিবার, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

টাইলস মিস্ত্রি মাহিন নিখোঁজ

কাজের উদ্দেশ্যে বাসা থেকে নিখোঁজ হয়েছে মাহিন মজুমদার নামের ২১ বছর বয়সী এক টাইল্স মিস্ত্রি। বন্দর উপজেলার তিনগাঁও সুতারপাড়া এলাকার বাসা থেকে গত বুধবার বের হয় মাহিন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পাচ্ছেনা। এই ঘটনায় মাহিনের বড় বাই নাহিদুল ইসলাম গত শনিবার বন্দর থানায় একটি নিখোঁজ ডায়রী করেছে।

সাধারণ ডায়রীতে বলা হয়, মাহিন মজুমদার বহুদিন থেকেই সহকারী টাইল্স মিস্ত্রি হিসেবে কাজ করে আসছিল। গত ১৫ জুন বুধবার বেলা ১১টায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সে। এরপর থেকেই মাহিনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে পরিবারের সদস্যরা পরিচিত আত্মীয় স্বজনদের কাছে মাহিনের বিষয়ে খোঁজ নিতে শুরু করে।

পুলিশ জানিয়েছে, জিডি পেয়ে পুলিশ নিখোঁজ মাহিনকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রাখা হয়েছে।

(সংবাদচর্চা/১৯জুন/এমএল)

সর্বশেষ সংবাদ