জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ এডাব জেলা শাখার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয় এবং ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও পুস্পমাল্য অর্পন করেন। সকালে এডাব জেলা শাখার কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয় ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ।এসময় উপস্থিত ছিলেন ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, শেল্টার সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইয়াছিন আলী, সাবেরা বেগম ঝর্ণা, ডাস এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল,পরিচালক আশাবুল হক,এ্যাডঃ তন্ময় কুমার কুন্ডু ,নাসরিন সুলতানা,মনির আহমেদ প্রমূখ।