সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাচ্চা নেয়া না নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে জন্মবিরতিকরণ পিল খেয়ে স্ত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে (১ জুলাই) সিদ্ধিরগঞ্জের আইলপাড়া সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার (২০) গোদনাইল নয়াপাড়া এলাকার ইসমাইল হোসেনের মেয়ে। তার স্বামী ইউসুফ (২২) পটুয়াখালি জেলার ছোট বিঘা এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
বিয়ের পর তারা সিদ্ধিরগঞ্জের আইলপাড়া সুমিলপাড়া এলাকার খলিল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তবে নিহত শারমিনের পরিবারে দাবী যৌতুকের জন্য তাদের মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে নিহত শারমিনের মা ফাতেমা জানায়, শারমিন ও তার স্বামী ইউসুফ স্থানীয় একটি গার্মেন্টসে চাকরির সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের প্রেক্ষিতে উভয় পরিবারের সম্মতিতে গত ৩ জুন তাদের বিয়ে হয়। বিয়ের সময় ছেলের পক্ষ থেকে ১ লাখ টাকা যৌতুক দাবী করা হয়। এই নিয়ে প্রায় সময়ই ইউসুফের পরিবার শারমিনের উপর নানা রকম নির্যাতন করতো।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল জানান, স্বামী স্ত্রীর মধ্যে বাচ্চা নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রাগ করে ৯টি জন্ম বিরতিকরণ পিল খেয়ে ফেলেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে শহরের খানপুর হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইউসুফকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের হত্যার অভিযোগের বিষয়টিও আমরা খতিয়ে দেখছি। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।