আজ বুধবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়ের পথে হাছিনা গাজী

সংবাদচর্চা রিপোর্ট: পুনরায় তারাব পৌরসভার মেয়র নির্বাচিত হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী। ২৯ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেয়র প্রার্থী আবু সাঈদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আইন অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হতে চলছে রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাছিনা গাজী। রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে ৩০ ডিসেম্বর হাছিনা গাজীকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হতে পারে। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের একজন কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছিলেন। আপিল বিভাগ রিটার্নিং কর্মকর্তাদের আদেশ বহাল রেখেছেন। বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন।

প্রসঙ্গত গত ২২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে মেয়রপদে দুইজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান । তারা হলেন বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। মেয়র পদে তাদের দুইজনের প্রস্তাবকারী একই ব্যক্তি হওয়ায় তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা । এখন শুধু সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। তারাব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২ শ ৬৯ টি । তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ জন।

এদিকে হাছিনা গাজীর শিবিরে জয়ের সুবাতাস বইছে। তার সমর্থকবৃন্দ তাকে অভিনন্দন জানাতে শুরু করেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ