আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট নিয়ে আরও একজনের মৃত্যু, ১শ’ বাড়ি লকডাউন

সংবাদচর্চা রিপোর্ট
জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।

জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান। তিনি মিশনপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে।
ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান। সে মিশনপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে এবং ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুর খুব কাছের লোক ছিল বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রথমে তাকে নারায়ণগঞ্জে চিকিৎসা দেয়া হয় পরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কাউন্সিলর শকু সংবাদচর্চাকে জানান, মৃত সিদ্দিকুর করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানা যায়নি। তবে টেস্টের রিপোর্ট আসার পর বিষয়টি জানা যাবে। এখনও লাশ ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আছে। তিনি আরও জানান, আপাতত মৃত ব্যক্তি যেখানে থাকতেন তার আশপাশের অন্তত ১শ’ টি পরিবার লকডাউন করে দেয়া হয়েছে।

এসআইএস/এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ