নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয়ে বেড়াতে এসে দুই যুবক খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৩ আসামীকে ৩ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
বুধবার (৩ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামানের আদালত এ নির্দেশ প্রদান করেন। এর আগে সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড প্রাপ্তরা হলেন, নীলফামারীর ডোমার থানার গোমনাতি গ্রামের ইনসান মিয়া, তার স্ত্রী লায়লা বেগম ও ছেলে বাদশা।
কোর্ট পুলিশের এএসআই শহিদুল বলেন, হত্যাকাণ্ডে কিভাবে হয়েছে? আরো কেউ জড়িত রয়েছে কি না এবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মিরাজুল ইসলাম ও মজনু মিয়া বুধবার নীলফামারী থেকে কাঁচপুর সোনাপুর কলাবাগান এলাকার আত্মীয় বাদশার বাসায় বেড়াতে আসেন। কিন্তু অজ্ঞাত কারণে গত ২৬ সেপ্টেম্বর রাতে বাদশার বাসায় দুই বন্ধুকে হত্যা করা হয়। এদের মধ্যে মিরাজুল ইসলামকে গলাকেটে এবং মজনু মিয়াকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়।