সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা নারী সংরক্ষিত আসনে বর্তমান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী এমপি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এড. হোসনে আরা বাবলী প্রয়াত সাবেক নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান তারা দু’জনেই যার যার অবস্থান থেকে জোর লবিং চালাচ্ছেন।
এ লবিংয়ে হোসনে আরা বাবলী চাচ্ছেন বহাল থাকতে আর পারভীন ওসমান চাচ্ছেন ছিনিয়ে আনতে। এরা ছাড়াও এ আসনে আশাবাদী রয়েছে আরও ১৩ নারী প্রার্থী। তবে তারা কেন্দ্রীয় নেতাদের সাথে তেমন পরিচয় জানা শোনা না থাকলেও ক্ষমতায় বসার আশায় বাসা বেঁধে লবিং চালাচ্ছেন যে যার মতো। তবে নির্বাচন হলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এড. হোসনে আরা বাবলী ও প্রয়াত সাবেক নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানের সাথে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলেই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকরা।
যে নারীরা মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগের হোসনে আরা বাবলী, সাবেক এমপি চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদা হাসনাত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ড.শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগম, আলিয়া মফিজ, আল কায়সার হাসনাতের সহধর্মিনী রুবিয়া সুলতানা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ড.সেলিনা আক্তার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা মহিলা লীগের সভানেত্রী এড. নুরজাহান, সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী আঞ্জুমা হাসান বিথী। চলতি বছরের গত ২০ জানুয়ারীর মধ্যে নৌকা প্রত্যাশায় মনোনয়ন পত্র জমা দেন তারা। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য পারভীন ওসমান যখন জোড় লবিং শুরু করেন তখন তার দেবর সেলিম ওসমানসহ নারায়ণগঞ্জের রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল।
সেলিম ওসমান এগিয়ে যান লবিং ও ক্ষমতার বলয়সহ জনপ্রিয়তায় তাই শেষতক দেবর সেলিম ওসমানকেই সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন পারভীন ওসমান। ওসমান পরিবারের এ জনপ্রিয় নারী তারপর থেকেই সংরক্ষিত আসনের নারী এমপি হিসেবে পারভীন ওসমানের মনোনয়ন প্রাপ্তির বিষয়টি আলোচনার নতুন মাত্রা যোগ হয় রাজনীতি অঙ্গণে। জাতীয় পার্টির চেয়ারম্যান চলতি বছরের গত ১০ জানুয়ারী নারায়ণগঞ্জ থেকে দলের প্রাপ্ত সংরক্ষিত আসনের কোটায় একক প্রার্থী হিসেবে পারভীন ওসমানকে মনোনয়ন দেন এরশাদ। এ নিয়ে ওসমান পরিবারের অন্যান্য সদস্যরা পাশে না থাকার বিষয় নিয়ে চলে অঅলোচনা সমালোচনা।
ওসমান পরিবারের দুই জন বর্তমান সংসদ সদস্য থাকার সুবাধে পারভীন ওসমানের সুবিধা যেমন অসুবিধাও বেশি। বলা চলে, পারভীন ওসমান যদি সংরক্ষিত আসনে নির্বাচিত হোন তাহলে একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমানের হতে ও সমর্থনে উঠে আসতে পারেন ওসমান পরিবারের বধূ পারভীন ওসমান এমনটাই বলছেন অনেকে। সূত্র থেকে জানা গেছে, সংরক্ষিত আসনের নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত একক প্রার্থী হিসেবে একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান। অপরদিকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে এখনো কোন প্রার্থী চুরান্ত না করায় আশায় আশায় লবিংয়ে রয়েছেন ১৩ নারী। মনোনয়ন পাওয়ার বিষয়ে কতটা আশাবাদী জানতে পারভীন ওসমান জানান, মহান আল্লাহ সহায় থাকলে আগামীতে জাতীয় সংসদে মানুষের অধিকার আদায়ে কথা বলব।আমি জাতীয় পাটির মনোনীত একমাত্র মহিলা সদস্য।
অপর প্রশ্নের জবাব পারভীন ওসমান বলেন, আমার দেবর সেলিম ওসমান এবং শামীম ওসমান যদি এ বিষয়ে আমাকে সহযোগিতা করে তাহলে কোন চিন্তা নেই। তবে নাম প্রকাশ না করার শর্তে পারভীন ওসমানের বিশ্বস্থরা দৈনিক সংবাদচর্চাকে বলেন, এখন মহান আল্লাাহপাক সহায় থাকলে আগামীতে জাতীয় সংসদে নারায়ণগঞ্জবাসীর অধিকার আদায়ের কথা বলার সুযোগ পাবেন পারভীন ওসমান।
কতটুকু আশাবাদী দলীয় মনোনয় পাওয়ার ক্ষেত্রে কথা বলার জন্য হোসনে আরা বাবলীর মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি ফোন উঠান নি।