আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জোড়াল হচ্ছে মমতার পদত্যাগের দাবি

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ এক যুগের বেশি সময়ের শাসনে এরকম আন্দোলনের মুখে পড়েননি আন্দোলনের মাধ্যমে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগ চেয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ চিকিৎসক ও বিরাট অংশের নারী সমাজ।

বুধবার রাতে পশ্চিমবঙ্গের কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। যা দেখে বৃহস্পতিবার তৃণমূলের বহু জনপ্রতিনিধি আর জি কর নিয়ে সেখানকার প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলেন।

শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাঁটবেন কলকাতার রাস্তায়। আবার এদিনই ১২ ঘণ্টার বনধ ডেকেছে বাম দল এসইউসিআই। সকালের দিকে মৃদু প্রভাব পড়লেও বেলা বাড়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। তবে বেসরকারি স্কুলগুলো ছুটি ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, শুক্রবার গোটা পশ্চিমবাংলাকে স্তব্ধ করে দিন। আমাদের দাবি এক। মমতা ব্যানার্জির পদত্যাগ চাই সে বনধ ডেকে হোক আর আন্দোলন করে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।