আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা রিটানিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন রাব্বী মিয়া

রাব্বী মিয়া

রাব্বী মিয়া

 

সংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া।

শুক্রবার (৯ নভেম্বর) ইসির যু্গ্ম সচিব আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার(৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট জেলা-উপজেলায় পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ থেকেই চাইলে প্রার্থীরা রিটাটিং কর্মকর্তার কার্যালে মনোনয়নপত্র নিতে পারবে। পাশাপাশি প্রতি শুক্রবার কার্যালয়ে আসতে হবে তাদের।

ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের এ দিন ঘোষণা করেন। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ