আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা জুড়ে জমাতুল বিদায় অশ্রুসিক্ত মুসল্লিরা

নারায়ণগঞ্জ জেলা জুড়ে জমাতুল বিদায় অশ্রুসিক্ত লাখো মুসল্লিরা। আজ ৩১ মে  এবারের মত মাহে রমজানের শেষ জুম্মা। তাই নারায়ণগঞ্জ জেলা জুড়ে  প্রতিটি মসজিদেই ছিলো ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। অনেকে মসজিদে জায়গা না পেয়ে আশেপাশের সড়‌কেই জুম্মার নামাজ আদায় করেন।

মসজিদে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবাহ পাঠ করা হয়। যাকাত আদায়ের ওপর গুরুত্বারোপ করে ঈমান নিয়ে চলার উপর বয়ান করেন ইমাম। খুতবাহ শেষে মুসল্লীরা এক সাথে নামাজ আদায় করেন। পরে মৃত, অসুস্থসহ দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।