আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা জুড়ে জঙ্গি বিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

প্রেস বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ব্লকরেইড জঙ্গি ও মাদকবিরোধী বিশেষ অভিযান – ৫৪ জন কে  গ্রেফতার করা হয়েছে। গত  ৪ মে হতে ৫ মে পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা জুড়ে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে  সদর মডেল থানা কর্তৃক ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩ গ্রাম হিরোইন, ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে । এখানে  মোট ০৪ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ০৯ জনকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । সিদ্ধিরগঞ্জ থানায় মোট ০১ টি মামলা দায়ের করা হয় এবং ০১ জনকে গ্রেফতার করা হয়।

বন্দর থানা কর্তৃক ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । বন্দর থানায় মোট ০৪ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ০৫ জনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানা কর্তৃক ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ থানায় মোট ০২ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ০৪ জনকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানা কর্তৃক ১৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে । আড়াইহাজার থানায় মোট ০৪ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ০৪ জনকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁও থানা কর্তৃক ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হিরোইন, ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে । সোনারগাঁও থানায় মোট ০৪ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ০৯ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও জিআর ওয়ারেন্টভূক্ত আসামী- ১৩ জন, সিআর- ০৮ জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী ০১ জনকে গ্রেফতার করা হয়েছে ।

সব মিলিয়ে অভিযানে  ৫৪ জনকে গ্রেফতার করে  আদালতে প্রেরণ করেছে জেলা পুলিশ ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে   ব্লকরেইড  জঙ্গি ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে এবং এ অভিযানকে আরো জোরালো করা হবে।