আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা আ.লীগ সভাপতির শোক

সংবাদচর্চা রিপোর্ট:

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। এক শোকবার্তায় আব্দুল হাই, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য বৃহস্পতিবার (২২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সোনারগাঁয়।