আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলার ৩৮তম বিসিএস ক্যাডারদের সংবর্ধনা

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ জেলার ৩৮তম বিসিএস ক্যাডারদের কৃতি সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, উপ-পরিচালক (উপসচিব) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা প্রমুখ।

সে সময় জেলা প্রশাসক জসীম উদ্দিন বিসিএস ক্যাডারদের উদ্দেশ্য করে বলেন, নারায়ণগঞ্জের কোন ক্যাডার যদি বাংলাদেশের কোন বড় কর্মকর্তা হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারেন, তবে এ জেলারও মান বৃদ্ধি পাবে। যেখানে যে দায়িত্ব পায় সে দায়িত্ব অবহেলা করা যাবে না। সবাইকে নিজেদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে।