আজ বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ছাত্রলীগের জেলাজুড়ে কর্মসূচি

জেলাজুড়ে

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ছাত্রলীগের জেলাজুড়ে কর্মসূচি

জেলাজুড়ে

 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: ইতিহাস, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে মন্ডিত বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলাজুড়ে নানা কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ। তবে জনদূর্ভোগের কথা চিন্তা করে প্রতিবছরের ন্যায় এবার নগরীতে আনন্দ র‌্যালী করেনি জেলা ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার সকালে ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করা হয়। সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের আয়োজিত কর্মসূচীতে অংশ নেয় জেলা ছাত্রলীগের নেতারা। সোনারগাঁ যাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা, পায়রা উড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনসহ জেলা ছাত্রলীগের নেতারা। পরে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে কেক কাটা শেষে বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালীর আগে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু তাহের হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন-শেখ সাফায়েত আলম সানী, বিশেষ অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন মিজানুর রহমান সুজন।

সানী বলেন, পদ্মা সেতু নিয়ে ২০১৮ সালের সেরা জোকস্ বলেছেন বিএনপির নেত্রী খালেদা জিয়া। তিনি বলেছেন পদ্মা সেতু নাকি নড়বড়ে। আমি খালেদা জিয়াসহ সকল বিএনপির সকল নেতাকর্মীদের বলবো আপনার পদ্মা সেতুতে উঠবেন না। উঠলে নাকে খত দিয়ে উঠবেন। পদ্মা সেতু দিয়ে আপনারা একের পর এক মিথ্যাচার করেছেন আপনারা। একমাত্র ধন্য পিতার ধন্য কন্যা শেখ হাসিনার জন্যই এতো বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করা সম্ভব হয়েছে। আজ পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে।

মিজানুর রহমান সুজন বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় আবারো ছিনিয়ে আনতে আমরা ছাত্রলীগের নেতৃবৃন্দরা ঐক্য আছি এবং আগামীতে থাকবো।

এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, এড. আরী আকবর, আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, আজিজ, প্রচার সম্পাদক মিজানুর রহমান সুজন, আইন বিষয়ক সম্পাদক সুজন প্রধান, উপ-আইন বিষয়ক রানা, কর্ম ও বাস্তবায়ন সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সজিব রায় অভি, গণশিক্ষা সম্পাদক মামুন মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা সায়েক, মঞ্জুর হোসেন, সজিব, ইকরাম, রিফাত, ইশতিয়াক, টিপু সুলতান, সৈয়দ মোস্তাক আহাম্মেদ হাসিব, মামুনুর রশীদ, মামুন মোল্লা, ইকরাম শুভ, হান্নান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহম্মেদ রনি, মোজাম্মেল হক সোহেল, জহিরুল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন, মাজহারুল, সিরাজুল ইসলাম সনেট, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ মিঠু, আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, জাহিদ হাসান বাবু, ওয়াসিম প্রধান, আবু সাঈদ, জুয়েল রানা, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম সজীব, শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমু প্রধান, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: বাবু, সাধারণ সম্পাদক সবুজসহ ছাত্রলীগ নেতা সাগর, সুমন, কোমল, আকিব, ওয়াদুদু কাজী, মোস্তফা মোল্লা, সুমন ভূইয়া, জহিরুল, আল-আমিন, জয়, রনি প্রমুখ।

সোনারগাঁয়ের কর্মসূচী শেষে বিকেলে বন্দরের মদনপুর ও কলাগাছিয়া ইউনিয়নে ২হাজার শিক্ষাথীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করবে জেলা ছাত্রলীগ।

স্পন্সরেড আর্টিকেলঃ