আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেএমবির নারী সদস্যকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ

জেএমবির নারী সদস্য

জেএমবির নারী সদস্য

 

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ থেকে গ্রেফতারকৃত জেএমবির নারী শাখার সদস্য ফিরোজা বেগম (৪২) কে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে র‌্যাব-১১। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ১ম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে তাকে হাজির করা হয়।
এর আগে শনিবার ভোরে ময়মনসিংহ জেলা সদরের কাচিঝুলি এলাকায় নিজ বাসা থেকে ফিরোজা বেগমকে গ্রেফতার করে র‌্যাব-১১ সদস্যরা। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান জঙ্গিবাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, ফিরোজা বেগম জেএমবির নারী বিভাগের দাওয়াতী শাখার একজন অন্যকম সদস্য। তার বিরুদ্ধে নারয়ণগঞ্জের বন্দর থানায় নাশকতা ও জঙ্গি তৎপরতার অভিযোগে একটি মামলা রয়েছে (নং-৪৮)। সেই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র‌্যাব আরো জানায়, গত ১৭ মে রাজধানীর আরামবাগ থেকে গ্রেফতারকৃত জেএমবির দুই নারী সদস্যের মধ্যে ফেসবুকে হুরের রানী আইডিধারী রুবাইয়া ওরফে লাবিবার মা হলেন এই ফিরোজা বেগম। তিনি বিভিন্ন জেলায় আত্মগোপন করে দীর্ঘদিন যাবত জেএমবির নারী শাখার দাওয়াতী ও প্রচার কাজ চালিয়ে আসছেন। ফেসবুকের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদি লেখালেখি ও প্রচুর পোস্ট দিয়ে নিজের আত্মীয় স্বজন ও পরিচিতজনদের আকৃষ্ট করতেন। এভাবে নারী কর্মী সংগ্রহের পাশাপাশি অনলাইনের মাধ্যমে অস্ত্র চালনার কলাকৌশলসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণও দিতেন তিনি। ফিরোজা বেগম সম্প্রতি নিজের মেয়ে রুবাইয়া সহ অন্যান্য নারী সদস্যের সমন্বয়ে আইন শৃংখলা বাহিনীর উপর বড় ধরণের একটি হামলার পরিকল্পনা করে তা বাস্তবায়নের চেষ্টায় ছিলেন।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানিয়েছে।

সর্বশেষ সংবাদ