নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার পাঠানটুলী এলাকায় নেশার টাকার জন্য মায়ের মাথা ফাটালো ছেলে। মাদকের কড়াল গ্রাশে অমানুষ হলেই ছেলে তার গর্ভধারিণী মাকে আঘাত করে। পাঠানটুলি আইলপাড়া এলাকার এনামুল মাতবরের বাড়ির ভাড়াটিয়া আছমা বেগমের ছেলে জুয়েল ওরফে ইয়াছিন । জুয়েল প্রতিনিয়তই নেশার টাকার জন্য ঘরের জিনিষ পত্র চুরি করে। এলাকাবাসী জানায়, জুয়েল প্রায়ই নেশার টাকার জন্য মাকে গালিগালাজ ,মারধোর এমনকি মায়ের ব্যাবহ্রত কাপড় চুরি করে নেশা করত। গতকাল নেশার টাকার জন্য মাকে মাথায় আঘাত করে । এসময় আশেপাশের লোকজন মায়ের চিৎকারে এগিয়ে আসলে জুয়েল দ্রুত পালিয়ে যায়। এখন জুয়েলের মা ও এলাকাবাসী চায় ওকে আইনের আওতায় এনে বিচার করতে।