আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জিকে শামীমের অনিয়মে গণপূর্তের ৪ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

জি কে শামীমের ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শওকত উল্লাহসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা জি কে শামীমের সঙ্গে জড়িত ছিলেন। তাদের ঘুষ দিয়ে শামীম গণপূর্তের বড় কাজগুলো বাগিয়ে নিয়েছেন।

একই অভিযোগ আছে গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান মুন্সী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাইয়ের বিরুদ্ধেও। একই অভিযোগ অনুসন্ধানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এদিকে, ক্যাসিনোকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে আমেরিকা প্রবাসী মো. সাহেদুল হকের বিরুদ্ধে ১৩ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে দুদকের সংশ্লিষ্ট শাখায় মামলাটি দায়ের করা হয়।