আজ রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জিয়ার খেতাব আওয়ামী সরকার দিয়েছিলঃ তৈমূর

সংবাদচর্চা অনলাইনঃ

বিএনপির আহবায়ক এড. তৈমুর আলম খন্দকার বলেছেন, জিয়াউর রহমানের এই খেতাব তৎকালীন আওয়ামী লীগ সরকার দিয়েছিল। যদি তারা ভুল করে থাকে তাদের বিচার করা হোক। বাংলাদেশের ১৮ কোটি মানুষের গাঁয়ে রক্ত থাকা পর্যন্ত জিয়ার খেতাব ছিনিয়ে নেয়া যাবে না।   

রোববার ১৪ই ফেব্রুয়ারি বেলা ৩টায় জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, তৎকালীন সময় শাজাহান খাঁন জাসদের মধ্যে থেকে আওয়ামী লীগের চামড়া ছিলে সেখানে লবন দিয়েছে। আজকে তারা হয়ে গেছে আওয়ামীলীগের দরদী। এটা দরদী না, এটা তাদের মায়া কান্না।

তিনি আরও বলেন, দেশকে একটি বিচ্ছিন্ন জায়গায় নেওয়ার জন্য, দেশে একটি ক্ষতিকর অবস্থা তৈরি করার জন্য এবং দেশকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল দেশি-বিদেশি গোয়েন্দাদের চক্রান্তে প্রাণপ্রিয় নেতা জিয়াউর রহমানের খেতাব ছিনিয়ে নিচ্ছে।

জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ , কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।