আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জিকে শামীমের দেহরক্ষী রাখার গোমর ফাঁস

সংবাদচর্চা রিপোর্ট:

টেন্ডার সম্রাট জিকে শামীমের সবসময় ছয়জন অস্ত্রধারী রাখার গোমর ফাঁস হয়েছে। গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে আটক ঢাকার শীর্ষ সন্ত্রাসী জিসানের সাথে ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিলো জিকে শামীমের । জিসান শামীম ও খালেদকে হত্যা করতে লোক ভাড়া করেছিলেন। ( সুত্র: যুগান্তর) তার পর থেকে দেহরক্ষী প্রটেকশন নিয়ে চলেন জিকে শামীম । সবার হাতেই থাকে শর্টগান। গায়ে বিশেষ সিকিউরিটির পোশাক। তাদের একেকজনের উচ্চতা প্রায় ছয় ফুট।

গণপূর্ত মন্ত্রণালয় কিংবা যুবলীগের পার্টি অফিস, বিয়ে বাড়ি কিংবা বন্ধুর বাড়ি, যেখানেই তিনি যান, সঙ্গে থাকে অস্ত্রধারী প্রটোকল বাহিনী। ভারী অস্ত্র নিয়ে ছয়জন নিরাপত্তারক্ষী আগে-পিছে পাহারা দিয়ে তাকে নিয়ে যান।

এক সময়  জিকে শামীমের সঙ্গে জিসানের ভালো সম্পর্ক  ছিলো। পরে ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

সূত্র জানায়, জিকে শামীমের অবস্থা ভিন্ন দিকে চলে যেতে পারে এমন আশঙ্কায় জিসানের সঙ্গে বিরোধ মেটাতে সমঝোতা বৈঠকের আয়োজন করেন খালেদ।

গত জুনের মাঝামাঝি সিঙ্গাপুরে যান জিকে শামীম, ও খালেদ। আর জিসান দুবাই থেকে সেখানে যান। সিঙ্গাপুরের মেরিনা বে এলাকার একটি বিলাসবহুল হোটেলে তাদের বৈঠক হয়। যদিও বৈঠকে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এমন প্রেক্ষাপটে কিলিং মিশনে অংশ নিতে দুবাই থেকে ঢাকায় পাঠানো হয় জিসানের সহযোগীদের।

ঢাকার টেন্ডারবাজ জি কে শামীম গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আগে কখনো এত দেহরক্ষী রাখেননি তিনি। মূলত জিসানের সঙ্গে বিরোধ তৈরি হওয়ার পর থেকে ‘ভয়ে’ বড় নিরাপত্তা টিম গঠন করেন জিকে শামীম।

এছাড়া জিকে শামীম নারায়ণগঞ্জের একজন গডফাদারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ওই গডফাদারের সাথে জিকে শামীমের খাওয়া দাওয়ার ছবি ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ সন্ত্রাসী জিসান। তিনি  রাজধানীর গুলশান, বনানী, পল্টন, মগবাজার-মালিবাগ, ফকিরাপুল, মতিঝিল এলাকায় দাবিয়ে বেড়াতেন তিনি। অভিজাত এসব এলাকার ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত চাঁদা তুলতেন তিনি। ২০০৩ সালে মালিবাগের একটি হোটেলে দুজন ডিবি পুলিশকে হত্যার পর আলোচনায় আসেন জিসান। এর পরেই গা ঢাকা দেন। ২০০৫ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সে দেশ ছাড়ে বলে একটি সুত্রের মাধ্যমে জানা গেছে। বিদেশে বসে জিসান তার সন্ত্রাসী কর্মকান্ড চালায় ।

সর্বশেষ সংবাদ