আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জিএস সজীবের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা দুর্যোগে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের জিএস সজীব। বাড়ী বাড়ী গিয়ে তিনি খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটিরছেও এলাকায় ১’শ পরিবারের মাঝে তিনি খাদ্য সামগ্রী পৌছে দেন।
জিএস সাদিকুল ইসলাম সজীব বলেন, ২৫ মার্চ আমার জন্মদিন ছিল। দেশের এ পরিস্থিতিতে জন্মদিন পালন না করে আমি দুস্থ ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

প্রসঙ্গত করোনা আতঙ্কে কাঁপছে রূপগঞ্জসহ সারা দেশ । বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে  । এই ভাইরাসে নারায়ণগঞ্জের ৩ জন আক্রান্ত হয়েছে। জেলার  ২শ অধিক মানুষ হোম কোয়ারেন্টাইনে । এদের সকলেই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এদের মধ্যে ৩ জন বিদেশী নাগরিক রয়েছে। এখন পর্যন্ত রূপগঞ্জে কোনো ব্যক্তির করোনা সনাক্ত হয়নি। ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি এবং বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

স্পন্সরেড আর্টিকেলঃ