নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে উদ্ধার হওয়া ৪২ লাখ জাল টাকার নোট উদ্ধারের ঘটনায় ওই চক্রের মূলহোতা মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা থেকে তাকে স্থানীয় প্রশাসন গ্রেপ্তার করেছে।
এর আগে গত ২৪ এপ্রিল জাল নোট তৈরিতে ব্যবহৃত ৫ টি প্রিন্টার, একটি ল্যাপটপ, ১২টি ড্রাইপ্লেট এবং জাল নোট তৈরিতে বিপুল পরিমাণ কাগজ ও কার্টিজ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-২। এসময় ২ জনকে আটক করা হয়।
এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের জানান, শনিবার ইউনুসকে তার গ্রামের বাড়ি বাগেরহাট থেকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ প্রশাসন। তাকে নারায়ণগঞ্জ আনা হয়েছে। আগামী সোমবার তাকে আদালাতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ইউনুসের আত্মীয়-স্বজনদের অনেকেই অবৈধ জাল নোট তৈরিতে জড়িত। এই অপরাধের মামলায় তার বড় চাচা বর্তমানে ঢাকার একটি আদালতে বিচারধীন অবস্থায় রয়েছেন।