সংবাদচর্চা রিপোর্ট:
কারণ ছাড়া প্রি-পেইড মিটার সংযোগের অবৈধ সিদ্ধান্ত বাতিল করো, করতে হবে, আমরা প্রি-পেইড মিটার চাই না, প্রি-পেইড মিটার সংযোগের নামে চায়নার সাথে মিটারের অবৈধ ব্যবসা করতে দেয়া হবে না এ শ্লোগানকে সামনে রেখে ঝাড়ু মিছিলসহ মানববন্ধন করেছে নাসিক ৯নং ওয়ার্ডের বিক্ষুব্দ এলাকাবাসী। রবিবার (৭ জুলাই) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাস স্ট্যান্ডে জালকুড়ি প্রি-পেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির ব্যানারে কয়েক হাজার নারী ও পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
জালকুড়ি প্রি-পেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির আহবায়ক ও আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদুর সভাপতি অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, অত্র কমিটির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সামছুল আলম বাচ্চু, সদস্য মজিবুর রহমান, সিরাজুল ইসলাম শেরআলী, আনোয়ার মাষ্টার, জুয়েল প্রধান, প্রধান উপদেষ্টা আ: খালেক প্রধান, উপদেষ্টা শাহাবুদ্দিন প্রফেসর, আনোয়ার মাষ্টার, রেজাউল করিম কুদরতসহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, কোন নির্দেশ ছাড়াই আমাদের উপর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত আমরা মানি না। এ সিদ্ধান্ত নিরীহ সাধারন জনগনের বিরুদ্ধে আত্মঘাতি সিদ্ধান্ত। প্রি-পেইড মিটারের মাধ্যমে জনগনের অর্থ হাতিয়ে নেয়ার একটি অপকৌশল। এছাড়া এ প্রি-পেইড মিটারের টাকা রিচার্জ করতে ২২ ডিজিটের একটি নাম্বার রিফিল করতে হয়। যদি একটি নাম্বার ভুল হয় তবে মিটারটি হ্যাং হয়ে যায়, তখন এ মিটারটি সচল করতে হলে বিদ্যুৎ কর্তৃপক্ষকে ৬০০ টাকা চার্জ দিতে হয়। তাই জনগনের স্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।