আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জার্মানির লকডাউন শিথিল হচ্ছে

অনলাইন রিপোর্ট

জার্মানির লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধান ৩ মে পর্যন্ত বহাল থাকবে। আজ বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
লোকজনকে গণপরিবহন ব্যবহার ও দোকানপাটে থাকার সময় মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান চ্যান্সেলর।
আগামী সপ্তাহে সর্বোচ্চ ৮০০ বর্গমিটার আকারের জায়গা নিয়ে থাকা দোকানগুলো খুলতে পারবেন দোকানিরা। প্রাইমারি স্কুলের সব শিক্ষার্থী ও উচ্চবিদ্যালয়ের শেষ ধাপের শিক্ষার্থীরা ৪ মে থেকে স্কুলে যেতে পারবে।
জার্মানির রবার্ট কোচ ইনস্টিটিউটের হিসাবে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫৮৪ জন। আর মারা গেছেন ৩ হাজার ২৫৪ জন।