আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াতের সাবেক এমপি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতের সাবেক এমপি  শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় বলে সূত্র নিশ্চিত করেছে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে নগর গোয়েন্দা পুলিশ সিএমপির চকবাজার থানা হেফাজতে তাঁকে রাখা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘শাহজাহান চৌধুরীকে কয়েকজন সঙ্গীসহ পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অন্তত অর্ধশত মামলা রয়েছে বলে পুলিশ জানায়।