আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের স্বামীর হাতে স্ত্রী ও শ্বশুর খুন

জামাইর হাতে স্ত্রী ও শ্বশুর খুন

জামাইর হাতে স্ত্রী ও শ্বশুর খুন

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে দাম্পত্য কলহের জের ধরে শ্বশুর ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড জামাই। বৃহস্পতিবার(২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পাড়েরহাট বাজারের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুলাভাইর চাপাতির আঘাতে জখম হন সেলিকা হীরা আক্তার (১৩)।

এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার পাড়েরহাট বাজারের জাহাঙ্গীর ফকির (৪৫) ও তাঁর মেয়ে নিপা আক্তার (২১)। ঘটনার পর ঘাতক জামাই হাবিবুর রহমান আপনকে (৩১) স্থানীয় জনতা গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আহত হীরা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৬ মাস ধরে নিপার সঙ্গে হাবিবুর রহমান আপনের সাথে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার পিতা জাহাঙ্গীর ফকির দুই বোন নিপা আক্তার ও হীরা আক্তারকে নিয়ে পাড়েরহাট বাজারে যান।

রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে পাড়েরহাট বাজারের শহীদ মিনারের সামনে আপন ধারালো চাপাতি নিয়ে স্ত্রী নিপার ওপর হামলা করেন। এসময় আপন, নিপা ও তাঁর বাবাকে কুপিয়ে জখম করেন। বাবা ও বোনকে বাঁচাতে গিয়ে হীরা (১৩) জখম হয়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও নিপাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘাতক জামাই আপনের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখী গ্রামে মৃত আলাউদ্দিন সারেং এর ছেলে আপন সে দীর্ঘ দিন পর্যন্ত পাড়েরহাটে শশুর বাড়িতে থাকত । সে পেশায় একজন দিনমজুর। আপন পাড়েরহাট আবাসনে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তাদের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাকিল সরোয়ার বলেন, রাত সাড়ে আটটার দিকে জাহাঙ্গীর ও নীপাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, হাবিবুর রহমান আপনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ইন্দুরকানী থানায় নিহতে ছোট ভাই রিপন ফকির, বাদি হয়ে এতটি হত্যা মামলাদায়ের করে মামলা নং ইন্দুরকানী থানা ০৭, তারিখ ২৭/০৪/২০১৮ ইং । মামলার কার্যক্রম শেষে আসামী আপনকে পিরোজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।