আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাপা নেতা জয়নালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভূমিদস্যুতার অভিযোগে জাতীয় পার্টির নেতা  জয়নাল আবেদীনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে  নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কভার্ড ভ্যান, ট্যাঙ্কলরী মালিক সমিতি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কভার্ড ভ্যান, ট্যাঙ্কলরী মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টুর নেতৃত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কভার্ড ভ্যান, ট্যাঙ্কলরী মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টু বলেন, ভূমিদস্যু আল জয়নাল বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। এবং আমাদের সংগঠনের নামে ক্রয়কৃত জমি দখলের হুমকি দিচ্ছে।

তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পার্শে ফতুল্লা মৌজার সিএস-৮১, এসএ-১০১ এবং আরএস-২২২ খতিয়ানের সিএস-৯৪৩, এসএ-৯৪৩ এবং আর এস ১২১০ দাগের ৮ দশমিক ৫০ শতাংশ জমি আমরা আমাদের সংগঠনের নামে ক্রয় করি। এই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরও ভূমিদস্যু আল জয়নাল ২০১৬ সালের পয়লা জুলাই এবং পরের বছর ৫ আগস্ট দুই দফা দখলের চেষ্টা চালায়। এসব ঘটনায় ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে জিডি করা হলে দখল প্রক্রিয়া থেকে বিরত থাকে সে।

মতিউল্লাহ মিন্টু আরও বলেন, চলতি বছরের ১০ সেপ্টেম্বর আবারও ওই জমি দখলের চেষ্টা চালায় ভূমিদস্যু আল জয়নাল। এদিন তিনি আমাদের জমিতে জোরপূর্বক ঘর তুলতে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থালে যাই এবং এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগও দায়ের করি। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জয়নালের কাজ বন্ধ করে দেয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি তাজুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি আ. লতিফ, সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান, সাবেক সভাপতি হারুন অর রশীদ বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, মো. তুহিন, কোষাধ্যক্ষ মো. লিটন প্রমূখ।

সর্বশেষ সংবাদ